top of page

স্থাপত্য-স্থাপনা ও সংগ্রহশালা (Architectural Structures and Archives)


  • ‘ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টার’ অবস্থিত – সিউল, দক্ষিণ কোরিয়া।

  • ফ্রিডম টাওয়ারের নামকরণ করেন – নিউইয়র্কের গভর্নর জর্জ পাতাকি।

  • ‘করোনার স্টোন অব পিচ’ স্মৃতিসৌধটি অবস্থিত – হাইতিতে।

  • ‘অ্যাম্পায়ার স্টেট বিল্ডিং’ অবস্থিত – নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

  • ‘সিএন টাওয়ার’ কানাডার যে শহরে অবস্থিত – টরেন্টোতে।

  • ‘সিয়ার্স টাওয়ার’ যুক্তরাষ্ট্রের যে শহরে অবস্থিত – শিকাগো ।

  • বর্তমান বিশ্বে সর্বোচ্চ টাওয়ারের নাম – স্কাই ট্রি, জাপান ।

  • ‘রকফেলার সেন্টার’ বিল্ডিং অবস্থিত – নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র ।

  • আমেরিকার স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় – ফ্রান্স ।

  • ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবনের নাম – এলিসি প্রাসাদ।

  • মুক্তির চেতনা’ স্মৃতিসৌধ অবস্থিত – ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র।

  • চীনের প্রাচীরের দৈর্ঘ্য – ৬৪০০ কি.মি. বা ৪০০০ মাইল।

  • মিশর সরকারের সচিবালয় – কুবে প্যালেস ।

  • বিখ্যাত আইফেল টাওয়ার অবস্থিত – ফ্রান্সে ।

  • আইফেল টাওয়ারের উচ্চতা – ৩০০.০৮ মিটার বা ৯৮৫ ফুট।

  • যুক্তরাজ্যের বিখ্যাত জাদুঘর – দ্য ব্রিটিশ মিউজিয়াম ।

  • গ্রিনউইচ মানমন্দির অবস্থিত – লন্ডন, যুক্তরাজ্য ।

  • ভাসমান মসজিদ অবস্থিত – কাসাব্লাংকা, মরক্কো।

  • বিখ্যত সোফিয়া মসজিদ অবস্থিত – তুরস্কে।

  • বিখ্যত বাস্তিল দূর্ঘ অবস্থিত – ফ্রান্সে ।

  • গ্রেট ওয়াল অবস্থিত – চীনে ।

  • ‘হোয়াইট হল’ অবস্থিত – লন্ডন ।

  • ‘ভিয়েতনাম ওয়াল’ অবস্থিত – যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।

  • ‘ইন্ডিয়া হাউস’ অবস্থিত – লন্ডন।

  • ‘ইস্ট লন্ডন’ অবস্থিত – দক্ষিণ আফ্রিকায়।

  • ‘হলিউড’ অবস্থিত – লস অ্যাঞ্জেলেস (যুক্তরাষ্ট্র)।

  • ‘মাচু পিচ্চু’ এর অবস্থান – পেরুতে।

  • বিশ্বের সপ্তাশ্চর্যের একটি ‘পেত্রা নগরী’ অবস্থিত – জর্ডানে ।

  • ‘স্ট্যাচু অব ক্রাইষ্ট দ্য রিডিমার’ অবস্থিত – ব্রাজিলে।

  • ওয়েলিং/ওয়েস্টার্ন ওয়াল অবস্থিত – জেরুজালেম।

  • ইংল্যন্ডের রাণীর সরকারী বাসভবনের নাম – উইন্ডসর ক্যাসেল(পিংক হাউস)।

  • ‘ব্লেয়ার হাউস’ অবস্থিত – যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।

  • পৃথিবীর সর্বপ্রাচীন গৃহের নাম – কাবা শরীফ।

  • ‘কাবা শরীফে’র সর্বশেষ নির্মাতা – তুরস্ক সম্রাট সুলতান চতুর্থ মুরাদ।

  • ‘আল আকসা’ মসজিদ অবস্থিত – জেরুজালেম ।

  • ‘আল আকসা’ মসজিদের অপর নাম – বায়তুল মোকাদ্দাস ।

  • বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম মসজিদ – বায়তুল মোকাদ্দাস।

  • মুসলমানদের দ্বিতীয় পবিত্র স্থান – মসজিদে নববী।

  • সবচেয়ে বড় পিরামিডের নাম – ফারাও খুফুর পিরামিড।

  • মিশরের পিরামিডগুলো দেখতে – চতুর্ভূজ আকারের।

  • চীনের প্রাচীর নির্মিত হয় – মীং সাম্রাজ্যের আমলে।

  • ‘মোনালিসা’ চিত্রটি সংরক্ষিত আছে – দ্য লুভর মিউজিয়াম, ফ্রান্স ।

  • ‘তক্ষশীলা’ মিউজিয়াম অবস্থিত – রাওয়ালপিন্ডি, পাকিস্তান।

  • ‘রিজেন্ট পার্ক’ অবস্থিত – যুক্তরাষ্ট্রে।

  • ‘ন্যাশনাল জুলোজিক্যাল পার্ক’ অবস্থিত – যুক্তরাষ্ট্র ।

  • শ্রীলংকার প্রেসিডেন্টের সরকারী বাসভবনের নাম – টেম্পল ট্রি ।

  • দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারী বাসভবনের নাম – ব্লু হাউস ।

  • কমনওয়েলথ কার্যালয় – মার্লবোরো হাউস ।

  • স্ট্যাচু অব ডেমোক্রেসি অবস্থিত – হংকং এ ।

  • আগ্রার তাজমহল নির্মাণ করেন – সম্রাট শাহজাহান ।

  • ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান অবস্থিত — ইরাকে ।

  • বিশ্বের সবচেয়ে বৃহৎ লাইব্রেরীর নাম – ইউনাইটেড ষ্টেটস লাইব্রেরী অব কংগ্রেস ।

  • বিবিসি’র কার্যালয় অবস্থিত – বুশ হাউস (লন্ডন)।


 
 
 

Recent Posts

See All
মানুষ

ভালবাসা হলো একটি গভীর অনুভূতি এবং সম্পর্কে সহযোগিতা, সহানুভূতি এবং সহমর্মিতা নিয়ে একটি মানবিক সম্পর্ক। ভালবাসা দুঃখ, সুখ, আনন্দ এবং...

 
 
 

Comments


PTI Road,Habiganj

01708698975

Subscribe Form

Thanks for submitting!

  • Instagram

©2021 by Sukesh. Proudly created with Wix.com

bottom of page