স্থাপত্য-স্থাপনা ও সংগ্রহশালা (Architectural Structures and Archives)
- Sukesh Das
- Sep 4, 2021
- 2 min read
‘ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টার’ অবস্থিত – সিউল, দক্ষিণ কোরিয়া।
ফ্রিডম টাওয়ারের নামকরণ করেন – নিউইয়র্কের গভর্নর জর্জ পাতাকি।
‘করোনার স্টোন অব পিচ’ স্মৃতিসৌধটি অবস্থিত – হাইতিতে।
‘অ্যাম্পায়ার স্টেট বিল্ডিং’ অবস্থিত – নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
‘সিএন টাওয়ার’ কানাডার যে শহরে অবস্থিত – টরেন্টোতে।
‘সিয়ার্স টাওয়ার’ যুক্তরাষ্ট্রের যে শহরে অবস্থিত – শিকাগো ।
বর্তমান বিশ্বে সর্বোচ্চ টাওয়ারের নাম – স্কাই ট্রি, জাপান ।
‘রকফেলার সেন্টার’ বিল্ডিং অবস্থিত – নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র ।
আমেরিকার স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় – ফ্রান্স ।
ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবনের নাম – এলিসি প্রাসাদ।
মুক্তির চেতনা’ স্মৃতিসৌধ অবস্থিত – ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র।
চীনের প্রাচীরের দৈর্ঘ্য – ৬৪০০ কি.মি. বা ৪০০০ মাইল।
মিশর সরকারের সচিবালয় – কুবে প্যালেস ।
বিখ্যাত আইফেল টাওয়ার অবস্থিত – ফ্রান্সে ।
আইফেল টাওয়ারের উচ্চতা – ৩০০.০৮ মিটার বা ৯৮৫ ফুট।
যুক্তরাজ্যের বিখ্যাত জাদুঘর – দ্য ব্রিটিশ মিউজিয়াম ।
গ্রিনউইচ মানমন্দির অবস্থিত – লন্ডন, যুক্তরাজ্য ।
ভাসমান মসজিদ অবস্থিত – কাসাব্লাংকা, মরক্কো।
বিখ্যত সোফিয়া মসজিদ অবস্থিত – তুরস্কে।
বিখ্যত বাস্তিল দূর্ঘ অবস্থিত – ফ্রান্সে ।
গ্রেট ওয়াল অবস্থিত – চীনে ।
‘হোয়াইট হল’ অবস্থিত – লন্ডন ।
‘ভিয়েতনাম ওয়াল’ অবস্থিত – যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।
‘ইন্ডিয়া হাউস’ অবস্থিত – লন্ডন।
‘ইস্ট লন্ডন’ অবস্থিত – দক্ষিণ আফ্রিকায়।
‘হলিউড’ অবস্থিত – লস অ্যাঞ্জেলেস (যুক্তরাষ্ট্র)।
‘মাচু পিচ্চু’ এর অবস্থান – পেরুতে।
বিশ্বের সপ্তাশ্চর্যের একটি ‘পেত্রা নগরী’ অবস্থিত – জর্ডানে ।
‘স্ট্যাচু অব ক্রাইষ্ট দ্য রিডিমার’ অবস্থিত – ব্রাজিলে।
ওয়েলিং/ওয়েস্টার্ন ওয়াল অবস্থিত – জেরুজালেম।
ইংল্যন্ডের রাণীর সরকারী বাসভবনের নাম – উইন্ডসর ক্যাসেল(পিংক হাউস)।
‘ব্লেয়ার হাউস’ অবস্থিত – যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।
পৃথিবীর সর্বপ্রাচীন গৃহের নাম – কাবা শরীফ।
‘কাবা শরীফে’র সর্বশেষ নির্মাতা – তুরস্ক সম্রাট সুলতান চতুর্থ মুরাদ।
‘আল আকসা’ মসজিদ অবস্থিত – জেরুজালেম ।
‘আল আকসা’ মসজিদের অপর নাম – বায়তুল মোকাদ্দাস ।
বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম মসজিদ – বায়তুল মোকাদ্দাস।
মুসলমানদের দ্বিতীয় পবিত্র স্থান – মসজিদে নববী।
সবচেয়ে বড় পিরামিডের নাম – ফারাও খুফুর পিরামিড।
মিশরের পিরামিডগুলো দেখতে – চতুর্ভূজ আকারের।
চীনের প্রাচীর নির্মিত হয় – মীং সাম্রাজ্যের আমলে।
‘মোনালিসা’ চিত্রটি সংরক্ষিত আছে – দ্য লুভর মিউজিয়াম, ফ্রান্স ।
‘তক্ষশীলা’ মিউজিয়াম অবস্থিত – রাওয়ালপিন্ডি, পাকিস্তান।
‘রিজেন্ট পার্ক’ অবস্থিত – যুক্তরাষ্ট্রে।
‘ন্যাশনাল জুলোজিক্যাল পার্ক’ অবস্থিত – যুক্তরাষ্ট্র ।
শ্রীলংকার প্রেসিডেন্টের সরকারী বাসভবনের নাম – টেম্পল ট্রি ।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারী বাসভবনের নাম – ব্লু হাউস ।
কমনওয়েলথ কার্যালয় – মার্লবোরো হাউস ।
স্ট্যাচু অব ডেমোক্রেসি অবস্থিত – হংকং এ ।
আগ্রার তাজমহল নির্মাণ করেন – সম্রাট শাহজাহান ।
ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান অবস্থিত — ইরাকে ।
বিশ্বের সবচেয়ে বৃহৎ লাইব্রেরীর নাম – ইউনাইটেড ষ্টেটস লাইব্রেরী অব কংগ্রেস ।
বিবিসি’র কার্যালয় অবস্থিত – বুশ হাউস (লন্ডন)।



Comments