top of page

বিশ্বযুদ্ধ


প্রথম বিশ্ব যুদ্ধ (First World War)

  • ১ম বিশ্ব যুদ্ধ কবে সংঘটিত হয় ? – ১৯১৪-১৯১৮ সালে (অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ স্বস্ত্রীক নিহতকে কেন্দ্র করে) ১ম বিশ্ব যুদ্ধেও প্রধান কারণ জার্মানদেও উগ্র জাতীয়তাবাদ নীতি। মিত্র শক্তি ছিল ব্রিটেন,রাশিয়া, ফ্রান্স, সার্বিয়া, বেলজিয়াম। অক্ষশক্তি ছিল জার্মানি,তুরস্ক,অষ্ট্রিয়া,হাঙ্গেরি। এ সময় জার্মানির চ্যান্সেলর ছিলেন বিসমার্ক। রাশিয়ার জার ২য় নিকোলাস, ব্রিটেনের প্রধানমন্ত্রী লয়েড জর্জ,ফ্রান্সের নেতা পঁয়েকার ২য়উইলিয়াম,যুক্তরাষ্ট্রেও প্রেসিডেন্ট উড্রো উইলসন। মিত্র শক্তির সামরিক বাহিনীর প্রধান ছিলেন জেনারের ফচ।

  • প্রথম ভার্সাই চুক্তি কেন করা হয় ? – ১ম বিশ্ব যুদ্ধে পরাজিত জার্মানিকে শাস্তি প্রদান ও ক্ষতিপূরনের জন্য(১৯১৯সালে)।

  • কোন দেশের যুবরাজ সস্ত্রীক মারা যাবার পর প্রথম বিশ্বযুদ্ধের সৃষ্টি হয়?-অষ্টিয়ার যুবরাজ ফার্দিনান্দ

  • ১ম বিশ্বযুদ্ধেও সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন ? – হেনরি আসকুইস

দ্বিতীয় বিশ্ব যুদ্ধ (World War II)

  • দ্বিতীয় বিশ্ব যুদ্ধেও কারণ কি ছিল ? – জার্মানির নাৎসিবাদ ও সাম্রাজ্যবাদী মনোভাব। মিত্র শক্তি ছিল ব্রিটেন,রাশিয়া, ফ্রান্স,যুক্তরাষ্ট্র,বেরজিয়াম। অক্ষশক্তি ছিল জার্মানি,তুরস্ক,জাপান ইতালি। ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল,যুক্তরাষ্ট্রেও প্রেসিডেন্ট রুজভেল্ট ও হেনরি ট্রুম্যান, রাশিয়ার প্রেসিডেন্ট যেসেফ স্ট্যালিন, জার্মানির চ্যান্সেলর ডগলাস ম্যাক হিটলার। মিত্র বাহিনীরসর্বাধিনায়ক ছিলেন জেনারেল আইসেন হাওয়ার। জার্মানিআত্মসমর্পণ করে ৬মে,১৯৪৫সালে । যুদ্ধ সমাপ্তি হয় ১৪আগস্ট, ১৯৪৫সালে ।

  • যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমায় এটম বোমা ফেলে কবে ? – ৬ আগস্ট,১৯৪৫সালে(লিটলবয়)১৫হাজার টন(টিএনটি) ধ্বংস ক্ষমতা সম্পন্ন। ৫৮০ কিমি উচুতে বোমাটি ধ্বংস হয়।

  • যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকিতে এটম বোমা ফেলে কবে ? – ৯ আগস্ট,১৯৪৫সালে(ফ্যাটম্যান) ২২হাজার টন(টিএনটি) ধ্বংস ক্ষমতা সম্পন্ন। ৫০০ কিমি উচুতে বোমাটি ধ্বংস হয়।বি-২৯ থেকে ফেলা হয়।

  • দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইরান জার্মানিকে সমর্থন করে।

  • দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাফার স্টেট ছিল কোন দেশ ? – বেলজিয়াম

  • জাপান কবে পার্ল হারবার আক্রমণ করেন ? – ৭ডিসেম্বও,১৯৪১সালে।

  • যুক্তরাষ্ট্র প্রথম কবে কোথায় পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটান ? – শিকাগো শহরে ১৯৪৪সালের ২ডিসেম্বর

  • ইউরোনিয়ামের কোন আসোটোপ দিয়ে পারমাণবিক বোমা তৈরি করা হয় ? – ইউরোনিয়ামু ২৩৫

  • ঐতিহাসিক ডি-ডে কার সাথে সম্পর্কিত – ২য় বিশ্বযুদ্ধ

  • দ্বিতীয় বিশ্বযুদ্ধেও সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন ? – উইনস্টল চার্চিল

  • নুরেনবার্গ বিচারালয় কিসের জন্য বিখ্যাত?- জার্মান যুদ্ধপরাধীদের বিচার হয়

  • হিটলার কিভাবে মারা যান? -বার্লিনে যুদ্ধের জন্য তৈরি বাঙ্কারে আত্মহত্যা করে।

  • ফ্যাসিজমের প্রবর্তক কে ? – ইতালির মুসোলিনি

  • দ্বিতীয় বিশ্বযুদ্ধেও যুদ্ধপরাধীদেও বিচার কোথায় হয়েছিল ? – নুরেমবার্গ(জার্মানী)

  • দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখা দেয় অষ্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ যুগোশ­াভিয়ায় সপরিবারে নিহত হওয়ায়।

অন্যান্য যুদ্ধ (Others Wars)

  • ডেসার্ট ফক্স নামে পরিচিত কে ? – ফিল্ড মার্শাল রোমেল।

  • ডেজার্ট ব্যাট উপাধি জেনারেল মন্টেগোমারী।

  • ফকল্যান্ড যুদ্ধ কবে সংঘটিত হয় ? – ১৯৮২সালে

  • মিরেজ ২০০০ কি ? – ফ্রান্সের তৈরি অত্যাধুনিক জঙ্গী বিমান।

  • জুলিয়াস সিজার কবে ব্রিটেন আক্রমণ করেন ? – খ্রিষ্টপূর্ব ৫৫ অব্দ

  • তৈমুর লং কবে ব্রিটেন আক্রমণ করেন ? – ১৩৯৮সারে

  • কোন যুদ্ধ জয় করে আলেকজান্ডার পারস্য অধিকার করেন ? – আরবেলার যুদ্ধ। তিনি ম্যাসিডনের রাজা ছিলেন।


 
 
 

Recent Posts

See All
মানুষ

ভালবাসা হলো একটি গভীর অনুভূতি এবং সম্পর্কে সহযোগিতা, সহানুভূতি এবং সহমর্মিতা নিয়ে একটি মানবিক সম্পর্ক। ভালবাসা দুঃখ, সুখ, আনন্দ এবং...

 
 
 

Comments


PTI Road,Habiganj

01708698975

Subscribe Form

Thanks for submitting!

  • Instagram

©2021 by Sukesh. Proudly created with Wix.com

bottom of page