পশু পাখি বিষয়ক (Birds and Animals)
- Sukesh Das
- Sep 4, 2021
- 1 min read
১।সর্ববৃহৎ স্থলচর প্রানী কোনটি?
উঃ আফ্রিকার হাতি
২।সর্ববৃহৎ সামুদ্রিক প্রানী কোনটি?
উঃ নীল তিমি
৩।সবচেয়ে দ্রুততম প্রাণী কোনটি?
উঃ চিতা বাঘ
৪।সবচেয়ে উচ্চতম প্রাণী কোনটি?
উঃ জিরাফ
৫।সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি?
উঃ শিম্পাঞ্জী
৬।সবচেয়ে র্দীঘজীবী প্রাণী কোনটি?
উঃ কচ্ছপ
৭।সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রানী কোনটি?
উঃ নীল তিমি
৮।পৃথিবীর র্দীঘতম পথ ভ্রমণকারী পাখি কোনটি?
উঃ আর্কটিকটার্ন সামুদ্রিক পাখি
৯।আর্কটিকটার্ন পাখি একটানা কত মাইল পথ পাড়ি দিতে পারে?
উঃ ১১,০০০ মাইল।
১০।আর্কটিকটার্ন পাখির আবাস স্থান কোথায়?
উঃ সুমেরু অঞ্চলে।
১১।পৃথিবীর ইতিহাসে কবে প্রথম সাদা বাঘ পাওয়া যায়?
উঃ ১৯০০ সালে।
১২।সাদা বাঘ প্রথম কোথায় দেখা যায়?
উঃ মেঘালয়ের জয়ন্তিকা পাহাড়ে।
১৩।উড়তে অক্ষম পাখি কোনটি?
উঃ উট পাখি।
১৪।সবচেয়ে বড় শিকারী পাখি কোনটি?
উঃ ক্যানডোর।
১৫।দ্রুততম পাখি কোনটি?
উঃ সুইফট বার্ড।
১৬।সর্ববৃহৎ পাখি কোনটি?
উঃ উট পাখি।
১৭।সর্ববৃহৎ সামুদ্রিক পাখি কোনটি?
উঃ আল বাটোস
১৮।সবচেয়ে ছোট পাখি কোনটি?
উঃ হামিং বার্ড
১৯।যে পাখি কখনও বাসা তৈরী করে না?
উঃ কোকিল।
২০।সবচেয়ে দ্রুতগামী সাপ কোনটি?
উঃ আফ্রিকার কালো সাপ
২১।সবচেয়ে লম্বা সাপ কোনটি?
উঃ আনাকোন্ডা
২২।সবচেয়ে বিষাক্ত সাপ কোনটি?
উঃ কিং কোবরা



Comments