top of page

দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইংরেজি, #পদার্থ_বিজ্ঞান, #পৌরনীতি_ও_সুশাসন, #অর্থনীতি, যুক্তিবিদ্যা



দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট , ইংরেজি, পদার্থ বিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, যুক্তিবিদ্যা, এর ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সোমবার (২১ জুন) থেকে শুরু হচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়েছে। কোভিড-১৯ পরিস্থিতিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পাঠ্যসূচি পুনর্বিন্যাস করে। ওই পাঠ্যসূচির আলোকে প্রণীত অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ গত ১৮ জুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় পাঠায়। রবিবার (২০ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এই অ্যাসাইনমেন্ট প্রকাশ করে। অ্যাসাইনমেন্টে নির্দেশনায় পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির ভিত্তিতে শিখন কার্যক্রমে পুরোপুরি সম্পৃক্ত ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনতে বলা হয়। দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টে রয়েছে— ইংরেজি, পদার্থ বিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, যুক্তিবিদ্যা, এবং হিসাব বিজ্ঞান। এসব বিষয়ের নির্ধারিত অ্যাসাইনমেন্ট সোমবার থেকে শুরু করতে বলা হয় #পদার্থ_বিজ্ঞান, #পৌরনীতি_ও_সুশাসন, #অর্থনীতি, যুক্তিবিদ্যা

 
 
 

Recent Posts

See All
মানুষ

ভালবাসা হলো একটি গভীর অনুভূতি এবং সম্পর্কে সহযোগিতা, সহানুভূতি এবং সহমর্মিতা নিয়ে একটি মানবিক সম্পর্ক। ভালবাসা দুঃখ, সুখ, আনন্দ এবং...

 
 
 

Comments


Commenting on this post isn't available anymore. Contact the site owner for more info.

PTI Road,Habiganj

01708698975

Subscribe Form

Thanks for submitting!

  • Instagram

©2021 by Sukesh. Proudly created with Wix.com

bottom of page