দ্বিতীয় বিশ্বযুদ্ধ
- Sukesh Das
- Sep 4, 2021
- 1 min read
তথ্যকণিকাঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ
যুদ্ধ শুরু > ১ সেপ্টেম্বর ১৯৩৯
যুদ্ধের কারণ > জার্মানির নাৎসাবাদ ও সাম্রাজ্যবাদী মনোভাব।
অংশগ্রহণকারী দুটি পক্ষ > মিত্র শক্তি ও অক্ষ শক্তি।
অক্ষ শক্তি ভুক্ত দেশ > জার্মান, জাপান ও ইতালি।
মিত্র পক্ষভুক্ত দেশ > ব্রিটেন, ফ্রান্স , রাশিয়া, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র ও অন্যান্য।
মিত্র বাহিনীর প্রধান > জেনারেল আইসেন হাওয়ার।
যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ > ৭ ডিসেম্বর ১৯৪১ ( কারণ জাপান কতৃর্ক পার্ল হারবার আক্রমন > ৭ ডিসেম্বর ১৯৪১)।
২য় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় > রাশিয়াকে।
যুক্তরাষ্ট্র কর্তৃক জাপানে এটম বোমা নিক্ষেপ > হিরোশিমা ৬ আগস্ট ও নাগাসাকিতে ৯ আগস্ট ১৯৪৫।
হিরোশিমায় নিক্ষিপ্ত বোমার নাম > লিটল বয় & নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমার নাম > ফ্যাট ম্যান।
জাপানে আণবিক বোমা নিক্ষেপের নির্দেশদাতা > প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যান।
যুদ্ধের সমাপ্তি > ১৪ আগস্ট ১৯৪৫।
ফলাফল > মিত্র শক্তির জয়লাভ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাপ্তি > বর্তমানের জাতিসংঘের গঠন।



Comments