জাতি ও উপজাতি (Castes and Tribes)
- Sukesh Das
- Sep 4, 2021
- 1 min read
চীন, জাপান ও মায়ানমারের অধিবাসীরা জাতিতে কি ? -মঙ্গোলিয়
‘কস্যাক’ জাতি বাস করে কোথায় ? – রাশিয়ায়(ইউক্রেনে বসবাসকারকিৃষক) এবং পোল্যান্ডে
‘টোডা’ জাতি বাস করে কোথায় ? – ভারতের নীলগিরি পর্বত এলাকায়
গুর্খা উপজাতির আদি বাসভূমি যেদেশে – ভারতে
‘বুশম্যান’ জাতি বাস করে কোথায় ? – বতসোয়ানায়
আরব, পাকিস্তান ও উত্তর ভারতের অধিবাসীরা জাতিতে কি ? – ককেশীয়
শ্রীলংকায় পাহাড়ের ঘনবাসভূমিতে বসবাসকারী উপজাতির নাম কি ? – ভেদ্দা
ভুটানের অধিকাংশ অধিবাসরিা কোন জাতির অন্তর্ভূক্ত ? – ড্রাপকাস
বিশ্বেও ক্ষুদ্রতম(বেঁটে) জাতির নাম কি ?- পিগমি(দক্ষিণ আফ্রিকার নিরক্ষীয় অঞ্চলে বসবাসকারী)
‘আফ্রিদি’ জাতি বাস করে কোথায় ? – পাকিস্তানের উত্তর-পশ্চিম সমিান্ত প্রদেশের ওয়াজিরস্তানে
এস্কিমো’রা বাস করে কোথায় ? – গ্রীনল্যান্ড, আলাস্কা ল্যাব্রাডর ও সাইবেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে
‘তুতসি ও হুতু’’ জাতি বাস করে কোথায় ? – রুয়ান্ড ও বুরুন্ডিতে বসবাসকারীপ্রধান জনগোষ্ঠী
জুলু কারা ? – দক্ষিণ আফ্রিকার নাটালের নিগ্রো জাতি
অ্যাংলো স্যাক্সিন কারা ? – ইংল্যান্ড ও কানাডার অধিবাসী এবং ব্রিটিশ বংশোদ্ভুত আমেরিকান ও অষ্ট্রেলিয়ানদেও বলা হয়।
বাল্টু জাতি কারা ? – সেন্ট্রাল ও দক্ষিণ আফ্রিকার নিগ্রোদেরকে বলা হয়
হটেনটট কি – দক্ষিণ আফ্রিকার আদি অধিবাসী।
মাঞ্চু কি – পূর্ব এশিয়ার টাঙ্গু উপজাতি।
তাতার বলা হয় কাদেও – সাইবেরিয়া, তুর্কিস্তান ও স্টেপ অঞ্চলের জাতিকে।
শেরপা কাদেরকে বলে- নেপাল ও তিববত সীমান্তে বসবাসকারী মোঙ্গল বংশোদ্ভূত অধিবাসী।
নভিক কি – স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ ও বাল্টিক সাগরের তীওে বসবাসকারী ককেশীয় জাতি।
মুলাটো জাতি কারা ? – নিগ্রো ও ইউরোপীয়দেও মিশ্রণে উদ্ভূত জাতি
কসোভো নগরীর সাথে সার্বিয়দের স্পর্শকাতর সম্পর্কের কারণ ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি।



Comments