চিত্রকলা (Art : International)
- Sukesh Das
- Sep 4, 2021
- 1 min read
বিশ্ববিখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর কে ? – লিওনার্দো দ্য ভিঞ্চি(ইতালির)
মোনালিসা চিত্রটি কোথায় সংরক্ষিত আছে – ফ্রান্সের লুভ্যর যাদুঘরে
দি লাস্ট সাপার,La Gioconda চিত্রগুলোর চিত্রকর কে ? – লিওনার্দো দ্য ভিঞ্চি
চিত্রকর মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের অধিবাসী ? – ইতালি(বিখ্যাত চিত্রকর্ম দি হলি ফ্যামিলি, মোজেস)।
পাবলো পিকাসো কোন দেশের অধিবাসী ? – স্পেন (বিখ্যাত চিত্রকর্ম গোয়ার্নিকো; ন্যুড, গ্রিন লিভস এন্ড বাস্ট; )।
ভিনসেন্ট ভ্যানগগ দেশের অধিবাসী ? – নেদারল্যান্ড (বিখ্যাত চিত্রকর্ম সানফ্লাওয়ার)।
Club of Vienna’কি ? – ইউরোপের চিত্র শিল্পীদেও একটি সংগঠন।
মেডোনা-৪৩ চিত্রটি কার আকাঁ ? – জয়নুল আবেদিন
সালভেদর ডালি কে ছিলেন – চিত্রশিল্পী



Comments