আর্ন্তজাতিক সাহিত্য (International Literature)
- Sukesh Das
- Sep 4, 2021
- 1 min read
বিশ্বের বৃহত্তম বইমেলা অনুষ্ঠিত হয় কোথায় ? – জার্মানীর ফ্রাঙ্কফুর্টে
রোঁম্যা রোঁল্যা কে ছিলেন – সাহিত্যিক
সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন কে – জাপল সাত্রে
দি অ্যারাবিয়ান নাইটস কার লেখা ? – রবার্ট লুই স্টিভেনসন
দি ওয়েল্থ ব নেশন্স কার লেখা – অ্যাডাম স্মিথ
দি অরিজিন অব স্পিসিজ কার লেখা ? – রবার্ট চার্লস ডারউইন
ডিসভারী অব ইন্ডিয়া কার লেখা ? – জওহরলাল নেহেরু
A long walk to freedomবইটি ম্যান্ডেলার লেখা।
জুলিয়ান এন্ড ম্যাডালা কার লেখা ? – পি বি শেলি
ইলিয়ট, ওডিসি কার লেখা ? – উইলিয়াম হোমার
মেইন ক্যাম্প কার রেখা ? – হিটলার
ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার লেখা ? – মৌলানা আবুল কালাম আজাদ
জিন্নাহ:ইন্ডিয়া-পার্টিশন, ইন্ডিপেনডেন্স’ গ্রন্থেও লেখক কে – যশবন্ত শিং
দি সোশ্যাল কন্ট্রাক্ট কার লেখা ? – রুশো
কমিউনিস্ট ম্যানিফেস্টো কার লেখা ? – মার্কস
সলিটারি রিপার কার লেখা ? – উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ
প্যারাডাইস লস্ট কার লেখা ? -মিল্টন
রিপাবলিক কার লেখা ? – পেটো
Passage to Indiaলেখক – ই এম ফর্স্টার
Poverty & Faminesগ্রন্থের রচয়িতা অমর্ত্য সেন।তার অন্যান্য লেখা আর্গুমেনাটিভ ইন্ডিয়ান, আইডেন্টিটি এন্ড ভায়োলেন্স।তিনি দুর্ভিক্ষ ও দারিদ্রে্য বিষয়ের উপর গবেষনা করে নোবেল পুরস্কার পান।
দ্য ব্রিফিং গ্রন্থেও লেখক কে – অরুন্ধতি রায় (ভারত)
দি প্রিন্স গ্রন্থের লেখক কে – ম্যাকিয়াভেলি
ডিজার্মিং ইরাক, দি সার্জ ফর উইপনস অব মাম ডিস্ট্রাকশান কার লেখা ? – হান্স বিক্স
সাদ্দাম হোসেন রচিত ইপন্যাসটির নাম কি ? – ইখরুজ মিনহা ইয়া মালাউন
ড্রিমস ফ্রম মাই ফাদার গ্রন্থটির রচয়িতা – বারাক ওবামা (এছাড়া দ্য অডেসিটি অব হোপ)
মার্ক টোয়েন যুক্তরাষ্ট্রের নাগরিক।
বিশ্বেও সর্ববৃহৎ লাইব্রেরির নাম কি ? – ইউনাইটেড স্টেটস লাইব্রেরি অব কংগ্রেস, ওয়াশিংটন
এশিয়ার সর্ববৃহৎ লাইব্রেরির নাম কি ? – ন্যাশনাল ডীন লাইব্রেরি, জাপান
হ্যারিপটার হল একটি শিশুতোষ বই । সিরিজ।



Comments