top of page

আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

লীগ অব নেশনস গঠিত হয় = 1919 সালে। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় = 24 অক্টোবর 1945 সালে। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা = 193 বিশ্বব্যাংকের SOFT LOAN WINDOW হলো = IDA “ব্রেটন উডস ইনস্টিটিউট” যে সহযোগিতা বুঝায় = আইএমএফ ও বিশ্বব্যাংক। GATT এর পরিবর্তিত রূপ = WTO (1995 সালে) স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নে সহায়তা করে = UNDP সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার লক্ষ্য = আটটি। OIC প্রতিষ্ঠিত হয় = 1969 সালে। জোট নিরপেক্ষ প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় = বেলগ্রেড। কমনওয়েলথ এর বর্তমান সদস্য সংখ্যা = 53 ইউরো মুদ্রা চালু হয় = 1লা জানুয়ারি 1999 গ্রুপ 77 কোন ধরনের দেশ নিয়ে গঠিত = উন্নয়ন। ওপেক প্রতিষ্ঠার প্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন = ভেনিজুয়েলা। সার্ক প্রতিষ্ঠিত হয় = 8 ডিসেম্বর 1985 BIMSTEC যে ধরনের প্রতিষ্ঠান = অর্থনৈতিক। রেডক্রসের প্রতিষ্ঠাতা হলেন = হেনরি ডুরান্ট। রেডক্রস প্রতিষ্ঠিত হয় = 9 ফেব্রুয়ারি 1863 সালে । আরবিস কি = উড়ন্ত চক্ষু হাসপাতাল। IUCN এর কাজ হলো বিশ্বব্যাপি = প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা। _সংগঠন _ G – 8 :- = প্রতিষ্ঠিত হয় 15 নভেম্বর 1975 সালে। সদস্য সংখ্যা 7. D -8 :- = 15 জুন 1997 সালে। সদরদপ্তর তুরস্কে। সদস্য সংখ্যা 8. ADB:- = Asian Development Bank. প্রতিষ্ঠিত হয় 1966 সালে। সদরদপ্তর ম্যালিনা – ফিলিপাইন। সদস্য সংখ্যা 67. IDB :- = Islamic Development Bank. প্রতিষ্ঠিত হয় 20 অক্টোবর 1975 সালে। সদরদপ্তর জেদ্দা – সৌদিআরব। সদস্য সংখ্যা 56. IMF :- = International Monetary Fund. প্রতিষ্ঠিত হয় 1944 সালের 1 – 22 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত 45টি দেশের প্রতিনিধিদলের অংশ গ্রহনে গৃহীত হয়। আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠিত হয় 27 ডিসেম্বর 1945 সালে। কার্যক্রম শুরু হয় 1লা মার্চ 1947 সালে। সদরদপ্তর ওয়াশিংটন ডিসি – যুক্তরাষ্ট্র। APEC :- Asia Pacific Economic co-operation .প্রতিষ্ঠিত হয় 6 নভেম্বর 1989 সালে । সদরদপ্তর সিঙ্গাপুর। সদস্য সংখ্যা 21. G – 77 :- প্রতিষ্ঠিত হয় 15 জুন 1964 সালে। সদস্য সংখ্যা 134 G – 20 :- প্রতিষ্ঠিত হয় 1999 সালে। সদস্য সংখ্যা 23. CIRDAP :- প্রতিষ্ঠিত হয় 6 জুলাই 1979 সালে। সদরদপ্তর ঢাকা চামেলী হাউজ। সদস্য সংখ্যা 15. OPEC :- Organisation of the petroleum Exporting Counties. প্রতিষ্ঠিত হয় 14 ডিসেম্বর 1960 সালে। সদরদপ্তর ভিয়েনা – অস্ট্রিয়া। সদস্য সংখ্যা 12. ASEAN :- Association of South East Asian Nations. প্রতিষ্ঠিত হয় 8 ই আগস্ট 1967 সালে। সদরদপ্তর জার্কাতা – ইন্দোনেশিয়া। সদস্য সংখ্যা 10. SAARC :- South Asian Association For Regional Co-Operation. প্রতিষ্ঠিত হয় 8 ডিসেম্বর 1985 সালে।সদরদপ্তর কাঠমুন্ডু নেপাল। সদস্য সংখ্যা 8. ECO :- Economic Co-operation Organisation. প্রতিষ্ঠিত হয় 1985 সালে। সদরদপ্তর তেহরান – ইরান। সদস্য সংখ্যা 10. BENELUX:- প্রতিষ্ঠিত হয় 1958 সালে । সদরদপ্তর ব্রাসেলস – বেলজিয়াম। সদস্য সংখ্যা 3. SAPTA :- South Asian Free Trade Area. প্রতিষ্ঠিত হয় 11 এপ্রিল 1993 সালে। সদরদপ্তর ঢাকা। সদস্য সংখ্যা 8 আঞ্চলিক ও রাজনৈতিক জোট আরব লীগ:- প্রতিষ্ঠিত হয় 22 মার্চ 1945 সালে। সদরদপ্তর কায়রো – মিশর। সদস্য সংখ্যা 22 CIS :- Commonwealth of Independent State. প্রতিষ্ঠিত হয় 8 ডিসেম্বর 1991 সালে। সদরদপ্তর মিনস্ক – বেলারুশ। সদস্য সংখ্যা 11. EU :- ইউরোপীয় ইউনিয়ন। প্রতিষ্ঠিত হয় 1993 সালে। সদরদপ্তর ব্রাসেলস – বেলজিয়াম। সদস্য সংখ্যা 28. AU :- African Union. প্রতিষ্ঠিত হয় 9 জুলাই 2002. সদরদপ্তর আদ্দিবা আবারা – ইথিওপিয়া। সদস্য সংখ্যা 54. GCC :- Gulf Co-operation Council. উপসাগরীয় সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠিত হয় 25 মে 1981 সালে। সদরদপ্তর রিয়াদ – সৌদিআরব। সদস্য সংখ্যা 6 SAFTA :- South Asian Free Trade Area. প্রতিষ্ঠিত হয় 11 এপ্রিল 1993 সালে। সদরদপ্তর ঢাকা। সদস্য সংখ্যা 8। পুনরায় দেখতে নিজের টাইমলাইনে শেয়ার করে রাখুন

facebook Group:https://www.facebook.com/sukeshdas29


 
 
 

Recent Posts

See All
মানুষ

ভালবাসা হলো একটি গভীর অনুভূতি এবং সম্পর্কে সহযোগিতা, সহানুভূতি এবং সহমর্মিতা নিয়ে একটি মানবিক সম্পর্ক। ভালবাসা দুঃখ, সুখ, আনন্দ এবং...

 
 
 

Comments


PTI Road,Habiganj

01708698975

Subscribe Form

Thanks for submitting!

  • Instagram

©2021 by Sukesh. Proudly created with Wix.com

bottom of page