top of page

আন্তর্জাতিক নির্বাচিত প্রশ্ন


১। এশিয়ার “গার্ডেন সিটি” বলা হয় কাকে.? →সিঙ্গাপুরকে। ২। তাইওয়ানের পার্লামেন্টের নাম কী? = কৃপাচিন ৩। অক্টোবর বিপ্লবের নেতা কে ? = লেনিন। ৪। চ্যানেল ৫৭ প্রবাহিত হয়েছে কোন স্থাপনার নিচ দিয়ে ? = বার্লিন প্রাচীর ৫। ভূ-রাজনীতি বিষয়ক ‘’Pivots” বলতে কোন অঞ্চলকে বুঝায় ? = ইউরোশিয়া ৬ .কোন সংস্থা সর্বাধিকবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে? = রেডক্রস । এর ৩টি প্রতীক রয়েছে । । ৭.ক্যাম্প এক্সরে কোথায় অবস্থিত ? = গুয়েতেমালা উপসাগরে ৮ । ক্যাম্পডেভিড চুক্তির মধ্যস্থতাকারী কে ? = জিমি কার্টার । আর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিল বিল ক্লিনটন ৯। দোজাংখা কোন দেশের ভাষা ? = ভূটানের ৯। চীন ও রাশিয়ার মর্ধবর্তী দেশটির নাম কী ? = মঙ্গোলিয়া ১০। ব্রিকসের দশম সম্মেলন যখন, যেখানে অনুষ্ঠিত হয় – ২৫-২৭ জুলাই ২০১৮, জোহানেসবার্গ ১১। ট্রাম্প -কিম্প ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয় ☞ ১২জুন ২০১৮ ১২। যুক্তরাষ্ট্র UNHCR ত্যাগের ঘোষণা দেয় ☞ ১৯জুন ২০১৮ ১৩। SDR ভূক্ত মুদ্রা কতটি? উ: ৫ টি মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড, চীনের ইউয়ান জাপানের ইউয়েন ও রাশিয়ার রুবল ১৪।IMF ত্যাগকারী দেশ কোনটি? উ: কিউবা ১৫। এশিয়ার কোন দেশ জাতিসংঘের সদস্য কিন্তু IMF এর সদস্য নয়? উ: উত্তর কোরিয়া ১৬। কয়টি দেশ নিয়ে আইএমএফ গঠিত হয়? উ: ২৯ টি (IMF এর বর্তমান সদস্য দেশ ১৮৯) ১৭। অঞ্চল হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে_ = ইউরোপীয় ইউনিয়নে ১৮। মংডু’ কোন দুটি দেশের সীমান্ত এলাকা? উত্তর: বাংলাদেশ-মায়ানমার ১৯। সিনাই উপত্যকা – মিসরে ২০। গ্রিন লাইন — ইসরাইল ও এর প্রতিবেশী দেশ ২১। ২৪ তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন অনুষ্ঠিত হবে – পোল্যান্ডের কেটুইয়েসে। ২২। পোশাক রপ্তানি ও আমদানিতে শীর্ষ দেশ – চীন ও যুক্তরাষ্ট্র। ২৩। সার্কের ১৩তম মহাসচিব কে? উঃ আমজাদ হোসেন সিয়াল। ২৪। বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ কোনটি? উত্তর : জাপান। ২৫। মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? উত্তর : হংকং। ২৬। রোহিঙ্গা সঙ্কট অবসানে প্রধানমন্ত্রীর প্রস্তাব/সুপারিশ– ৩ টি

 
 
 

Recent Posts

See All
মানুষ

ভালবাসা হলো একটি গভীর অনুভূতি এবং সম্পর্কে সহযোগিতা, সহানুভূতি এবং সহমর্মিতা নিয়ে একটি মানবিক সম্পর্ক। ভালবাসা দুঃখ, সুখ, আনন্দ এবং...

 
 
 

Comments


PTI Road,Habiganj

01708698975

Subscribe Form

Thanks for submitting!

  • Instagram

©2021 by Sukesh. Proudly created with Wix.com

bottom of page