National University Students Coronavirus Vaccine Registration জাতীয় বিশ্ববিদ্যালয়ের করোনা টিকা
- Sukesh Das
- Jul 12, 2021
- 1 min read
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহণ করার জন্য আগামী ১২ই জুলাই ২০২১ তারিখের মধ্যে তথ্য সাবমিট করার জন্য বলা হয়েছে। ছাত্র/ছাত্রীদের যেসব তথ্য সাবমিট করতে হবেঃ প্রথমে নোটিশের দ্বিতীয় লাইনে একটি লিংক লেখা আছে এটা হুবুহু লিখে ক্রোম বাউজারে সার্চ দিলে উক্ত ওয়েবসাইটে ডুকে যাবেন তারপর আপনার রেজিস্টেশন নাম্বার দিয়ে প্রবেশ করলে আপনার নাম, পিতার নাম, কলেজের নাম, বিষয়ের নাম দেখা যাবে।(লিংকটি URL যুক্ত তাই ফেইসবুকে এটা শেয়ার করা যাচ্ছে না) তারপর নিচের তথ্য গুলো আপনাকে দিতে হবে। ছাত্র/ছাত্রীদের জন্মতারিখ,মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, কোভিড ভেকসিন নিয়েছেন কিনা? - yes/no, আপনি কোন অবস্থানে আছেন - যেমন- হোস্টেল/মেস/বাড়ী **তথ্য একবার সাবমিট হলে সংশোধনের সুযোগ নেই। তাই তথ্য সাবমিটের সময় সতর্কতা অবলম্বন করবেন। #How_to_National_University_Students_Coronavirus_Vaccine_Registration#Sukesh#জাতীয়_বিশ্ববিদ্যালয়ের_করোনা_টিকা, Subscribe My Channel:https://www.youtube.com/channel/UCexi... Facebook Page:https://www.facebook.com/Teachigmath
Video link:https://youtu.be/UicFoB_BVvc



Comments